✅"𝑷𝒓𝒆𝒔𝒆𝒏𝒕 𝑻𝒆𝒄𝒉 𝑰𝑻" Was Created By 𝑴𝒂𝒉𝒂𝒎𝒖𝒅𝒖𝒍 𝑯𝒂𝒔𝒂𝒏 𝑱𝒊𝒉𝒂𝒅

ডিজিটাল মার্কেটিং কাকে বলে - ডিজিটাল মার্কেটিং এর প্রকারভেদ জানুন

বর্তমান অনলাইন যুগে আমাদের প্রতিনিয়ত মার্কেটিং এর প্রয়োজন হয়। অনলাইনে নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ হলে সেই প্রোডাক্টের মার্কেটিং এর জন্য ডিজিটাল মার্কেটিং প্রয়োজন হয়। যারা এখন পর্যন্ত জানেন না যে ডিজিটাল মার্কেটিং কাকে বলে তাদের জন্য আজকের এই আর্টিকেলটি। কারণ যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানতে হবে।
তাই, এখন সংক্ষিপ্তভাবে বলা যায় যে ডিজিটাল মার্কেটিং আমাদের জীবনের সাথে যুক্ত হয়ে আছে। এখন তাহলে আর কথা না বাড়িয়ে ডিজিটাল মার্কেটিং কি এবং ডিজিটাল মার্কেটিং এর প্রকারভেদ সম্পর্কে জেনে নেওয়া যাক। আশা করা যায় সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার মাধ্যমে আপনি ডিজিটাল মার্কেটিং কাকে বলে এবং ডিজিটাল মার্কেটিং এর প্রকারভেদ সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাবেন।
পেজ সূচিপত্রঃ

ডিজিটাল মার্কেটিং কাকে বলে

যে মার্কেটিং এর মাধ্যমে অনলাইনে থাকা আধুনিক সফটওয়্যার বা টুলস গুলো এবং ইন্টারনেট ব্যবহার করে, ইন্টারনেটের সাথে যুক্ত থাকা মানুষগুলোর সামনে, একটি নির্দিষ্ট কোম্পানি বা এজেন্সির কোনো একটা নির্দিষ্ট  সার্ভিস (Service) অথবা পণ্য (Product) গুলো মার্কেটিং করাকেই ডিজিটাল মার্কেটিং বলে।

ডিজিটাল মার্কেটিং কাকে বলে এটা জানার পর, ডিজিটাল মার্কেটিং সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাওয়ার জন্য একটি উদাহরণ দিয়ে আপনাদের বুঝিয়ে দিতে হবে। এখন আপনারা যাতে খুব সহজে বুঝতে পারেন যে "ডিজিটাল মার্কেটিং কি", তাই উদাহরণ হিসেবে নিচে একটি উদাহরণ দেওয়া হলোঃ

সাপোজ মনে করুন অনলাইনে একটি নতুন কোম্পানি আসলো। সে কোম্পানির কাজ হচ্ছে বিভিন্ন ধরনের কাপড়চোপড় অনলাইনে বিক্রি করা। এখানে যেহেতু কোম্পানিটা নতুন তাই, কোম্পানির চেনা-পরিচিত অনলাইন মার্কেটে থাকবে না বললেই চলে। সে কোম্পানি বিষয়ে সবার কাছে জানিয়ে দেওয়ার জন্য একটি প্রচার-প্রচারণা চালাতে হবে।

আর প্রচার-প্রচারণা চালানোর জন্য সর্বপ্রথম মার্কেটিং এর প্রয়োজন হবে। সাধারণভাবে যদি আমরা বলি তাহলে মার্কেটিং দুই ধরনের হয়ে থাকে। একটি হলো অনলাইন মার্কেটিং, একটি হলো অফলাইন মার্কেটিং। আর এই অনলাইন মার্কেটিং কেই আমরা ডিজিটাল মার্কেটিং বলে থাকি। এই ক্ষেত্রে, যেহেতু কোম্পানিটা অনলাইনে পণ্য বিক্রি করে তাই অবশ্যই তাকে অনলাইন মার্কেটিং করতে হবে অর্থাৎ ডিজিটাল মার্কেটিং করতে হবে।

এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে কোথায় ডিজিটাল মার্কেটিং করবে? কারণ ডিজিটাল মার্কেটিং করার জন্য নির্দিষ্ট একটি জায়গা প্রয়োজন। যেখানে অনেক মানুষ অনলাইনের সাথে যুক্ত থাকবে। আপনারা হয়তো দেখেছেন বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে বা ইউটিউব ভিডিওর মধ্যে বা ফেসবুকে বিভিন্ন অ্যাড শো করানো হয়। তো এই অ্যাড শো করানোর মাধ্যমে কোনো একটা নির্দিষ্ট কোম্পানির মার্কেটিং গুলো করা হয়ে থাকে।

আবার আপনাদের মনে আবারো প্রশ্ন আসতে পারে যে ডিজিটাল মার্কেটিং কোথায় করব সেটা তো বুঝতে পারলাম। কিন্তু কিভাবে ডিজিটাল মার্কেটিংটা করতে হবে?

ডিজিটাল মার্কেটিং করার ক্ষেত্রে, সেই কোম্পানিটি যে ধরনের পোশাক বিক্রি করেছে সেই পোশাকগুলো দিয়ে অর্থাৎ সেই পোশাকগুলোর ছবি বা ভিডিও বানিয়ে বিভিন্ন অনলাইন প্লাটফর্মে বিজ্ঞাপনের মাধ্যমে মার্কেটিং করা হয়ে থাকে। অর্থাৎ ওই পোশাকগুলো ব্যবহার করে একটি বিজ্ঞাপন বানানো হয় এবং এই বিজ্ঞাপন গুলো বিভিন্ন অনলাইন প্লাটফর্মে দেখানোর মাধ্যমে ডিজিটাল মার্কেটিং করা হয়। আশা করি বুঝতে পেরেছেন ডিজিটাল মার্কেটিং কাকে বলে।

মার্কেটিং কত প্রকার কি কি

সাধারণত মার্কেটিং দুই প্রকার বা ২ ধরনের। মার্কেটিং এর মধ্যে অনেকগুলো সাব সেক্টর আছে। নিচে এই দুইটি মার্কেটিং এর নাম এবং দুইটি মার্কেটিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। যথাঃ
  1. অনলাইন মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং
  2. অফলাইন মার্কেটিং।

অনলাইন মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিংঃ

সাধারণত অনলাইনকে কাজে লাগিয়ে যে মার্কেটিং গুলো করা হয় তাকেই অনলাইন মার্কেটিং বলে। অনলাইন মার্কেটিং কে আমরা আরেক নামে চিনি সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। অনলাইন মার্কেটিং এর ক্ষেত্রে, অনলাইনকে কাজে লাগিয়ে, অনলাইনে থাকা পণ্য গুলো মার্কেটিং করা হয়।

অনলাইন মাকেটিংঃ
  1. সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও) Search Engine Optimization (SEO)
  2. সার্চ ইঞ্জিন মার্কেটিং (SEM)
  3. পে-পার ক্লিক (PPC)
  4. সোশ্যাল মিডিয়া মার্কেটিং (SMM)
  5. কনটেন্ট মার্কেটিং (Content Marketing)
  6. ই-মেইল মার্কেটিং (Email Marketing)
  7. অ্যাফিলিয়েট মার্কেটিং ও CPA মার্কেটিং (Affiliate Marketing)
  8. ইনফ্লুয়েন্সার মার্কেটিং (Influencer Marketing)
  9. ব্যানার বা ডিসপ্লে অ্যাড (Display Advertisement)
  10. ইউটিউব মার্কেটিং
  11. লিংকডইন বিটুবি মার্কেটিং
  12. ড্রপ শিপিং ও কুপন বিজনেস
  13. ভিডিও মার্কেটিং (Video Marketing)

অফলাইন মার্কেটিং

সাধারণত আমাদের বাস্তব জীবনে অর্থাৎ আশেপাশে বা লোকাল ভাবে যেসব মার্কেটিং করা হয় তাকেই অফলাইন মার্কেটিং বলে। উদাহরণ হিসেবেঃ আমাদের আশেপাশে যদি কোনো নতুন কারিগরি প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয় তাহলে স্বাভাবিকভাবেই সেই প্রতিষ্ঠান সম্পর্কে কেউ এতটা জানবে না। তাই বিভিন্ন সাউন্ড বক্স ব্যবহার করে বা মাইক ব্যবহার করে আমাদের আশেপাশে অর্থাৎ লোকাল পরিবেশে যে প্রচার-প্রচারণা বা মার্কেটিং করা হয় সেটিই হচ্ছে অফলাইন মার্কেটিং।

অফলাইন মার্কেটিংঃ
  1. রেডিও মার্কেটিং (Radio Marketing)
  2. টেলিভিশন এডভার্টাইজিং (Television Advertising)
  3. মোবাইল এডভার্টাইজিং (Mobile Advertising)
  4. ইলেকট্রনিক বিলবোর্ড মার্কেটিং (Billboard Marketing)

ডিজিটাল মার্কেটিং এর প্রকারভেদ

ডিজিটাল মার্কেটিং অনেক প্রকার হয়ে থাকে। ডিজিটাল মার্কেটিং এর নির্দিষ্ট সংখ্যক কোনো প্রকারভেদ নেই। এই আধুনিক অনলাইন যুগে দাঁড়িয়ে, বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং ২৫ প্রকার।

বর্তমান সময়ে প্রযুক্তির উন্নতির কারণে ডিজিটাল মার্কেটিং এর প্রকারভেদ আরও বৃদ্ধি পাচ্ছে। টেকনোলজি যত উন্নত হবে নতুন নতুন মার্কেটিং এর পদ্ধতি গুলো বের হবে। সাধারণত ডিজিটাল মার্কেটিং এর প্রকারভেদ সমূহ দ্বারা ডিজিটাল মার্কেটিং এর সাব সেক্টর কে বোঝানো। নিচে কিছু ডিজিটাল মার্কেটিং এর প্রকারভেদ দেওয়া হলোঃ
  1. সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও) Search Engine Optimization (SEO)
  2. সার্চ ইঞ্জিন মার্কেটিং (SEM)
  3. পে-পার ক্লিক (PPC)
  4. সোশ্যাল মিডিয়া মার্কেটিং (SMM)
  5. কনটেন্ট মার্কেটিং (Content Marketing)
  6. ই-মেইল মার্কেটিং (Email Marketing)
  7. অ্যাফিলিয়েট মার্কেটিং ও CPA মার্কেটিং (Affiliate Marketing)
  8. ইনফ্লুয়েন্সার মার্কেটিং (Influencer Marketing)
  9. ব্যানার বা ডিসপ্লে অ্যাড (Display Advertisement)
  10. ইউটিউব মার্কেটিং
  11. লিংকডইন বিটুবি মার্কেটিং
  12. ড্রপ শিপিং ও কুপন বিজনেস
  13. ভিডিও মার্কেটিং (Video Marketing)
  14. রেডিও মার্কেটিং (Radio Marketing)
  15. টেলিভিশন এডভার্টাইজিং (Television Advertising)
  16. মোবাইল এডভার্টাইজিং - মোবাইল মার্কেটিং (Mobile Advertising)
  17. ইলেকট্রনিক বিলবোর্ড মার্কেটিং (Billboard Marketing)
  18. Referral Marketing
  19. Relationship Marketing
  20. Interactive Marketing
  21. Native Marketing
  22. Conversational Marketing
  23. B2C marketing
  24. B2B marketing
  25. Inbound Marketing - Outbound Marketing

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি - Search Engine Optimization (SEO)

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO) হলো এমন একটি অপটিমাইজেশন বা অর্গানিক গ্রোথ পদ্ধতি যেটির মাধ্যমে কোনো একটি নির্দিষ্ট ওয়েবসাইট বা ওয়েব পেজকে সার্চ ইঞ্জিনের সাথে এমন ভাবে অপটিমাইজ করা, যাতে "সার্চ ইঞ্জিন" কাঙ্খিত ওয়েবসাইট বা ওয়েব পেজকে গুরুত্বপূর্ণ মনে করে এবং রেংক করতে সাহায্য করে। প্রধানত, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO) ৩ প্রকার। যথাঃ
  1. অন-পেজ এসইও (On-Page SEO)
  2. অফ-পেজ এসইও (Off-Page SEO)
  3. টেকনিক্যাল এসইও (Technical SEO)
তবে পুরো বিশ্বব্যাপী সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন  (এসইও) কে যদি একসাথে বিবেচনা করা হয় তাহলে (SEO) ৭ প্রকার। যথাঃ
  1. অন-পেজ এসইও (On-Page SEO)
  2. অফ-পেজ এসইও (Off-Page SEO)
  3. টেকনিক্যাল এসইও (Technical SEO)
  4. লোকাল এসইও (Local SEO)
  5. কন্টেন্ট এসইও (Content SEO)
  6. ই-কমার্স এসইও (E-commerce SEO)
  7. মোবাইল এসইও (Mobile SEO)

সার্চ ইঞ্জিন মার্কেটিং কি - সার্চ ইঞ্জিন মার্কেটিং (SEM)

সার্চ ইঞ্জিন মার্কেটিং হলো এমন একটি মার্কেটিং কৌশল যেটির মাধ্যমে কোম্পানি বা ব্যবসায়িক সংস্থাগুলো সার্চ ইঞ্জিন কে ব্যবহার করে পেইড বিজ্ঞাপন সার্চ ইঞ্জিন সহ বিভিন্ন ওয়েবসাইট বা অনলাইন প্লাটফর্মে প্রদর্শন করে। আবার যদি সংক্ষিপ্তভাবে বলা যায়, সার্চ ইঞ্জিন মার্কেটিং হলো একটি পেইড মার্কেটিং পদ্ধতি যেটি পে-পার (PPC) ক্লিক হিসেবে টাকা প্রদান করে, বিজ্ঞাপন প্রদর্শন করে। সার্চ ইঞ্জিন মার্কেটিং এর মধ্যে (PPC) অর্থাৎ পে-পার (Pay-Per-Click) ক্লিক অন্তর্ভুক্ত।

অর্গানিক ট্রাফিক বা অর্গানিকভাবে প্রচার প্রচারণা চালানো অনেক সময় সাপেক্ষ ব্যাপার তাই কোম্পানি বা সংস্থাগুলো তাদের নির্দিষ্ট একটি পণ্যের প্রচার-প্রচারণা চালাতে সার্চ ইঞ্জিন মার্কেটিং ব্যবহার করে থাকে। সার্চ ইঞ্জিন মার্কেটিং এর মাধ্যমে কোনো একটি অনলাইন প্লাটফর্ম বা সার্চ ইঞ্জিন কে টাকা প্রদান করার পর, সার্চ ইঞ্জিন সংস্থাগুলোর প্রোডাক্টের বিজ্ঞাপন বা সেবা গুলো অনলাইনের মাধ্যমে মানুষের সামনে প্রচার-প্রচারণা করে।


মার্কেটিং এর অন্যান্য সাব সেক্টর সম্পর্কে বিস্তারিত বর্ণনা এক থেকে দুই দিনের মধ্যে এই আর্টিকেল এর ভেতরে প্রকাশ করা হবে। তাই ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন।

লেখকের শেষ কথা

অনেক ধৈর্যের সহিত আমাদের ডিজিটাল মার্কেটিং সম্পর্কে এই আর্টিকেলটি পড়ার জন্য অনেক ধন্যবাদ। আশা করি আমাদের এই আর্টিকেল পড়ার মাধ্যমে ডিজিটাল মার্কেটিং কাকে বলে এই সম্পর্কে জানতে পেরেছেন। এর পাশাপাশি আর্টিকেলের মধ্যে ডিজিটাল মার্কেটিং এর প্রকারভেদ সম্পর্কেও জানতে পেরেছেন। যাতে পরবর্তীতে আপনাদের ডিজিটাল মার্কেটিং এর বিভাগ গুলো বুঝতে সুবিধা হয়। আসসালামু আলাইকুম। আজকের মত এই পর্যন্তই ধন্যবাদ। [আর্টিকেলটি লিখেছেন মাহামুদুল হাসান জিহাদ]

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

𝑷𝒓𝒆𝒔𝒆𝒏𝒕 𝑻𝒆𝒄𝒉 𝑰𝑻 এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url