Article Job Training

আর্টিকেল রাইটিং জব কোর্স ট্রেনিং ও পোস্ট নীতিমালা

কোর্সের ভিডিওগুলি ডাউনলোড না করে অনলাইনে দেখুন, কতক্ষণ ভিডিও দেখছেন তা ট্র্যাক করা হয়। আপনি "কোন ভিডিও" দেখলেন বা "কোন ভিডিও" কতক্ষণ ধরে দেখলেন সে সকল বিষয় ট্র্যাক করা হয়, তাই ভিডিওগুলো অনলাইনে দেখুন। সিরিয়াল অনুযায়ী ১ম থেকে ৯ম পর্যন্ত সকল ট্রেনিং ভিডিওগুলো দেখুন। ট্রেনিং ভিডিও দেখার পর, ফিচার ইমেজ বানানোর নিয়ম দেখার পর, আর্টিকেল লেখার টিপস এন্ড ট্রিকস দেখার পর এবং আদর্শ আর্টিকেল সমূহ দেখার পর টেস্ট ওয়ার্ক হিসেবে আর্টিকেল লিখা শুরু করবেন। তারপর, আপনার আর্টিকেল যাচাই-বাছাই করে আপনাকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হবে। চূড়ান্তভাবে নিয়োগের পর আপনি আমাদের সাথে কাজ করতে পারবেন।

ব্লগ পোস্ট বা আর্টিকেল রাইটিং ট্রেনিং ক্লাস সমূহ

বিশেষ দ্রষ্টব্যঃ সিরিয়াল অনুযায়ী ১ম থেকে ৯ম পর্যন্ত সকল ট্রেনিং ভিডিওগুলো দেখুন। দয়া করে, সিরিয়াল ভঙ্গ করে ভিডিও গুলো দেখবেন না। সিরিয়াল অনুযায়ী দেখুন।

---------------------------------------------------- ---------------------------------------------------- ---------------------------------------------------- ---------------------------------------------------- ---------------------------------------------------- ---------------------------------------------------- ---------------------------------------------------- ----------------------------------------------------

ফিচার ইমেজ বানানোর নিয়ম, ট্রেনিং ক্লাস সমূহ


ব্লগ পোস্ট বা আর্টিকেল লিখার টিপস এবং ট্রিকস সমূহ

আর্টিকেল লিখার সময় কিছু শর্টকাট টেকনিক ব্যবহার করতে হয়। অনেক সময় একটি ভালো ব্লগ পোস্ট বা আর্টিকেল লিখার ক্ষেত্রে এই টিপস গুলো আপনার কাজে লাগবে। তাই, অবশ্যই ব্লগ পোস্ট বা আর্টিকেল লিখার টিপস এবং ট্রিকস সমূহ পড়ে নিবেন।

কিছু আদর্শ ব্লগ পোস্ট বা আর্টিকেলের উদাহরণ সমূহ

একটি আদর্শ ব্লগ পোস্ট বা আর্টিকেল দেখতে কেমন হয়, তা চাইলে আপনি দেখে নিতে পারেন। একটি আদর্শ আর্টিকেল দেখে নিলে আপনি বুঝতে পারবেন আর্টিকেলের স্টাইল সিস্টেম এবং আরো বুঝতে পারবেন যে, আর্টিকেলের কোন সেকশনের পর কোন সেকশন হবে।

০১। পোস্ট সংক্রান্ত টার্মস & কন্ডিশনস

  1. ১। প্রতিটি পোস্টের ভাষা হবে বাংলা। বিশেষ কারণ ছাড়া ইংলিশ ওয়ার্ড ব্যবহার করা নিষিদ্ধ।
  2. ২। পোস্টের টাইটেল বা শিরোনাম সর্বনিম্ন ৫ থেকে সর্বোচ্চ ১০ শব্দের মধ্যে হতে হবে।
  3. ৩। (?, ! বা | ছাড়া) টাইটেলে স্পেশাল ক্যারেক্টারের ব্যবহার নিষিদ্ধ।
  4. ৪। পোস্টের লিংক ইংলিশ কি-ওয়ার্ডে ২ থেকে ৫ শব্দের মধ্যে লিখতে হবে।
  5. ৫। প্রত্যেকটি পোস্ট তথ্য-প্রযুক্তি বিষয়ক হতে হবে।
  6. ৬। প্রতিটি পোস্টে ফিচার ইমেজ (link-file) ব্যবহার করতে হবে যা HD কোয়ালিটির হবে এবং ইমেজ সাইজ ৭০Kb এর মধ্যে সীমাবদ্ধ হতে হবে। তবে, ৬০Kb এর মধ্যে সীমাবদ্ধ হলে সবচাইতে ভালো হয়। সর্বনিম্ন w: ৯০০, সর্বোচ্চ w: ১০২৪ পিক্সেল হতে হবে।
  7. ৭। ইমেজ ব্যবহারের ক্ষেত্রে অহেতুক যৌন উত্তেজনাপূর্ণ অশ্লীল ছবি কিংবা গ্রাফিক ভায়োলেন্স যুক্ত ইমেজ ব্যবহার নিষিদ্ধ।
  8. ৮। গুগলে সার্চ দিয়ে বা অন্য কারো ফটো পোস্টে ব্যবহারের ক্ষেত্রে ক্রিয়েটিভ কমনস ইমেজ ব্যবহার করতে হবে।
  9. ৯। পোস্টের মধ্যে সকল ছবি আপলোড করার পূর্বে সবগুলো ছবির ফাইল নেম বিভিন্ন ফোকাস কিওয়ার্ড দিয়ে রিনেম করতে হবে।
  10. ১০। অ্যাডমিন কর্তৃক টাস্ক অ্যাসাইন করা হলে নিজ কাজ রেখে আগে অ্যাসাইনকৃত টাস্ক জমা দিতে হবে।
  11. ১১। Present Tech IT প্রতিটি পোস্ট এক্সক্লুসিভ হতে হবে। (এক্সক্লুসিভ অর্থ হলোঃ পূর্বে অন্য কোথাও প্রকাশিত কোনো পোস্ট Present Tech IT তে সাবমিট করা যাবে না এবং Present Tech IT তে আপনার সাবমিট করা পোস্ট পরে ডিলিট বা অন্য কোথাও প্রকাশ করা যাবে না)
  12. ১২। ইংরেজি ভিডিও বা ব্লগ থেকে অনুবাদ করে লিখার ক্ষেত্রে ভুলেও মেশিন ট্রান্সলেট করা যাবে না। সম্পূর্ণ বিষয়বস্তু পড়ে বা দেখে নিজের ভাষায়, সবকিছুই ভাবানুবাদ করতে হবে। তাই, ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশনে আপনার ধারণা থাকা আবশ্যক।
  13. ১৩। ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশন করে লেখা যাবে না। গুগল ট্রান্সলেট ব্যবহার করে ইংরেজি পোস্ট বাংলাতে রূপান্তর করে লেখা যাবে না। বা বাংলা পোস্ট ইংরেজিতে রূপান্তর করে লেখা যাবে না।
  14. ১৪। অন্যের প্রকাশিত লিখা কপি করে পোস্ট করা নিষিদ্ধ। লিখার ফরম্যাটিং বা আইডিয়া কপি করে নিজের মত করে ভাবানুবাদ করা যাবে।
  15. ১৫। যেসব বিষয়ে অলরেডি বিভিন্ন বাংলা ব্লগে জনপ্রিয় আর্টিকেল আছে ঐ একই বিষয়ে দ্বিতীয় বার লিখা কপি করার মত। তাই তা নিষিদ্ধ। তবে নতুন তথ্য সমৃদ্ধ পোস্ট গ্রহণযোগ্য।
  16. ১৬। অন্যান্য ওয়েবসাইটে যে বিষয়ে অলরেডি আর্টিকেল পাবলিশ করা হয়েছে একই বিষয়ে লিখতে হলে একেবারে নিজে ইউনিক লিখতে হবে। ওই সকল ওয়েবসাইট থেকে কপি করা যাবে না। এবং ওই সকল ওয়েবসাইটের চাইতে বেস্ট কোয়ালিটি সম্পূর্ণ আর্টিকেল লিখতে হবে।
  17. ১৭। অ্যাডমিন কর্তৃক টাস্ক অ্যাসাইন না করা হলে নীতিমালা মেনে ইচ্ছেমত বিষয়ে পোস্ট করতে হবে।
  18. ১৮। প্রত্যেকটি পোস্ট ভালো মত ফরম্যাটিং করতে হবে। অগোছালো পোস্ট গ্রহণযোগ্য নয়।
  19. ১৯। নিজের আইডিয়া থেকে কোনো পোস্ট জমা দিতে চাইলে লিখার পূর্বেই অ্যাডমিন প্যানেলকে বিষয়বস্তু সম্পর্কে জানাতে হবে।
  20. ২০। পোস্টে ভুল বানান অগ্রহণযোগ্য। সঠিক বাংলা বানানের নিয়ম দেখুন
  21. ২১। যেসব ছবি চুরি হতে পারে সেগুলোতে আমাদের “Present Tech IT ” ওয়েবসাইটের লেখাযুক্ত জলছাপ ব্যবহার করতে হবে।
  22. ২২। ছবির ভেতরে ও ছবির ফাইল নামে সাল লিখা যাবে না।
  23. ২৩। প্রতিটি পোস্টে বা আর্টিকেলে সর্বনিম্ন ২৩০০ থেকে এর ওপরে শব্দ থাকতে হবে অর্থাৎ প্রত্যেকটা আর্টিকেল ২৫০০ ওয়ার্ড এর হতে হবে। [উল্লেখ্য: “আমি আর্টিকেল লিখি” এখানে ‘৩’টি শব্দ আছে]
  24. ২৪। টিউটোরিয়াল বা সফটওয়্যার/অ্যাপ রিভিউ জাতীয় পোস্টের ক্ষেত্রে সকল স্টেপের স্ক্রিনশট নিজেকে নিয়ে তারপর পোস্টে ব্যবহার করতে হবে। অন্যের স্ক্রিনশর্ট ব্যবহার করা যাবে না।
  25. ২৫। টিউটোরিয়াল বা সফটওয়্যার রিভিউ দেওয়ার ক্ষেত্রে অন্যের রিভিউ কপি করা নিষিদ্ধ।
  26. ২৬। স্ক্রিনশট নেওয়ার ক্ষেত্রে "স্ক্রিনশট থেকে অপ্রয়োজনীয় অংশ" বাদ দিতে হবে।
  27. ২৭। ফোকাস কিওয়ার্ড প্রতিটি পোস্টে নূন্যতম ১২/১৫ বার প্রাসঙ্গিকভাবে ইমপ্লিমেন্টেশন করতে হবে।
  28. ২৮। ডাউনলোড বাটন বা কোনো পেজ লিংকিং বাটন, অন্যান্য পোস্টের (আরো পড়ুন সেকশন) ব্যাকলিংকিং করতে হবে এই ভিডিওতে দেখানো নিয়মানুযায়ী।
  29. ২৯। পোস্টের কোথাও নিজের সোশ্যাল প্রোফাইলের লিংক শেয়ার করা নিষিদ্ধ। এমনকি কোনো কিছুর মার্কেটিংও করা নিষিদ্ধ।
  30. ৩০। পোস্টে ব্যবহ্নত সকল ইমেজ সেন্টার অ্যালাইনমেন্টে রাখতে হবে।
  31. ৩১। পোস্টে ব্যবহ্নত কাজের ধারা, কোনো ধরনের লিস্ট, বিভিন্ন আইটেমের লিস্ট অবশ্যই বুলেট লিস্ট ব্যবহার করে ফরমেটিং করতে হবে।
  32. ৩২। পোস্টে যদি এমন কোনো সার্ভিস বা সেবার কথা উল্লেখ থাকে যা দেখতে বা ডাউনলোড করতে অন্য সাইটে যেতে হবে তাহলে উক্ত সাইটে থাকা সেই সার্ভিস বা সেবার (No follow) লিংক যুক্ত হবে পোস্টের মধ্যে।
  33. ৩৩। পোস্টে কোনো ধরনের কালার ব্যবহার করা যাবে না। ডিফল্ট কালারেই পোস্ট করতে হবে।
  34. ৩৪। পোস্টের ভেতরে লিংক সংযুক্তিঃ সকল এক্সটার্নাল লিংক no follow এবং সকল ইন্টার্নাল লিংক do follow হিসেবে সংযুক্ত করতে হবে।
  35. ৩৫। Present Tech IT.com এর মূল সাইটে (যে কারো দ্বারা নতুন) পোস্ট পাবলিশ হবার পর সেটি ফেসবুক, টুইটারসহ নিজের সকল সোশ্যাল অ্যাকাউন্টে শেয়ার করতে হবে।
  36. ৩৬। কোনো ব্যক্তি, জাতি, গোষ্ঠি, প্রতিষ্ঠান বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে অথবা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কোনো পোস্ট করা সম্পূর্ণ নিষিদ্ধ।
  37. ৩৭। প্রতিটি পোস্টে সর্বনিম্ন ২৩০০ থেকে এর বেশি শব্দ থাকতে হবে অর্থাৎ প্রত্যেকটা আর্টিকেল ২৫০০ ওয়ার্ড এর হতে হবে। তবে দুই হাজার+ ওয়ার্ড এর লিখতে পারলে সবচাইতে ভালো হয়। এবং ৩০০০ ওয়ার্ডের লিখলে বেতন বেশি পাওয়া যায়। [উল্লেখ্য: “আমি আর্টিকেল লিখি” এখানে ‘৩’টি শব্দ আছে]

০২। আমাদের ওয়েবসাইটে যে সকল বিষয়ে আর্টিকেল লিখা যাবে না


১। রাজনীতি সম্পর্কে কোনো আর্টিকেল লিখা যাবে না।
২। খেলাধুলা সম্পর্কে কোনো আর্টিকেল লিখা যাবে না।
৩। নায়ক-নায়িকা অর্থাৎ সিনেমার কোনো বিষয় নিয়ে আর্টিকেল লিখা যাবে না।
৪। খু#না#খু#নি#, মা#রা#মা#রি#, এবং ধ#র্ষ#ণ# রিলেটেড কোনো আর্টিকেল লিখা যাবে না।

০৩। Google terms and conditions


যে সকল নিয়ম অনুসরণ করে আর্টিকেল লিখতে হবে। নিচে বর্ণিত নিয়ম অনুযায়ী যদি আর্টিকেল না লিখা হয় তাহলে, কোনো প্রকার নোটিশ ছাড়াই গুগল থেকে ওয়েবসাইট ব্যান করে দেওয়া হবে। আর যদি একবার ওয়েবসাইট ব্যান করে দেওয়া হয় তাহলে সে ওয়েবসাইট থেকে আর কোনো দিন ইনকাম করা যাবে না।

ওই ওয়েবসাইট একবারে বাদ দিয়ে আবার নতুন করে বানাতে হবে। অতএব, নিচের নিয়মাবলী অনুসরণ করে অবশ্যই আর্টিকেল লিখতে হবে। নিচের নিয়মাবলী অনুসরণ করা আবশ্যক। “Google terms and condition”

  1. ১. কপিরাইট ব্লগ পোস্ট বা আর্টিকেল হওয়া যাবে না।
  2. ২. যেকোনো ওয়েবসাইট থেকে ধারণা নিয়ে নিজের মতো করে পোস্ট লিখতে পারবেন এতে কোনো সমস্যা নাই।
  3. ৩. কিন্তু কোনো ওয়েবসাইট থেকে কোনো এক লাইন অথবা কোনো এক প্যারা কপি করে নিয়ে এসে, সেই লাইন অথবা প্যারার মধ্যে কিছু ওয়ার্ড চেঞ্জ করে অর্থাৎ কিছু ওয়ার্ড আগে পিছে করে আর্টিকেল ইউনিক করা যাবে না। এটা করলে গুগল বুঝে যায়। এবং ওয়েবসাইট ব্যান হওয়ার সম্ভাবনা থাকে।
  4. ৪. প্রাপ্তবয়স্কদের নিয়ে কনটেন্ট হতে হবে।
  5. ৫. বাচ্চাদের যৌ#ন নি#র্যা#ত#ন ঘোষনা রয়েছে এমন কনটেন্ট লিখা যাবে না।
  6. ৬. ফিচার ইমেজে ছোট বাচ্চাদের উ#ল#ঙ্গ# ছবি ব্যবহার করা যাবে না।
  7. ৭. যৌ#ন উ#ত্তে/জ/না/পূ/র্ণ# কোনো পোস্ট অথবা ফিচার ইমেজ ব্যবহার করা যাবে না।
  8. ৮. বিপদজনক ও বে/আইনি অ্যাক্টিভিটি রয়েছে এমন কনটেন্ট লিখা যাবে না।
  9. ৯. হিংসা ও র#ক্ত/পা/ত# সম্পর্কিত কনটেন্ট হওয়া যাবে না।
  10. ১০. অপ্রাপ্তবয়স্কদের অনুমোদিত ছবি নির্ধারণ করা যাবে না।
  11. ১১. ফিশিং সম্পর্কিত হওয়া যাবে না।
  12. ১২. নিয়ন্ত্রিত পণ্য ও পরিষেবা সম্পর্কিত হওয়া যাবে না।
  13. ১৩. স্প্যাম সম্পর্কিত হওয়া যাবে না।
  14. ১৪. ব্যক্তিগত ও গোপন তথ্য থাকা যাবে না।
  15. ১৫. কনটেন্ট এর মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি হবে এমন কোনো তথ্য থাকা যাবে না।
  16. ১৬. কোনো ব্যক্তির সম্পর্কে ভুল ধারণা বা মিথ্যা বিবেচনা করা যাবে না।
  17. ১৭. হুমকি স্বরূপ ও হয়রানি মূলক কনটেন্ট হওয়া যাবে না।
  18. ১৮. হ্যা#কিং# রিলেটেড কোনো আর্টিকেল লেখা যাবে না। আর্টিকেলের মধ্যে হ্যা#কিং# কথাটি থাকা যাবে না এর পরিবর্তে “সুরক্ষিত” এটা ব্যবহার করতে পারেন।
  19. ১৯. কম ওয়ার্ড আর্টিকেল লিখলেও সমস্যা নাই কিন্তু আর্টিকেলের কোয়ালিটি ভালো হতে হবে কোয়ালিটি মেন্টেন করতে হবে। কারণ একই বিষয়ে হাজারো ওয়েবসাইটে আর্টিকেল লিখা আছে। সবার চাইতে আলাদা এবং ইউনিক আর্টিকেল হতে হবে যাতে মানুষ আর্টিকেল পড়ে খুব সহজে বুঝতে পারে।
  20. ২০. আর্টিকেল যদি কোয়ালিটি ফুল না হয় তাহলে গুগল রাঙ্ক এ আসবেনা এবং গুগল আর্টিকেলকে গ্রহণ করবে না এবং আর্টিকেল বাতিল করে দেবে।
  21. ২১. গুগল বলেছে আপনার আর্টিকেলটি অন্যদের চাইতে ভালো হতে হবে যাতে খুব সহজেই মানুষ বুঝতে পারে এবং অন্যান্য ওয়েবসাইটের চাইতে বিপুল পরিমাণে বেশি তথ্য থাকতে হবে। এমনকি যুক্তিযুক্ত তথ্য বেশি থাকতে হবে।

০৪। (Test Work) চুড়ান্ত নিয়োগের পূর্বে

  1. চুড়ান্ত নিয়োগের পূর্বে Test Work অর্থাৎ যেই Test Work গুলো দেওয়া হবে তার মধ্যে থেকে দুটি পোস্ট (ট্রেনিং ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী) নিজেকে অ্যাসাইন করে নিয়ে পরীক্ষামূলক ভাবে লিখে জমা দিতে হবে।
  2. পোস্ট সংক্রান্ত টার্মস & কন্ডিশনস ও নীতিমালা মেনে পোস্ট লিখতে হবে।
  3. টেস্ট ওয়ার্ক জমা দেওয়ার জন্য আপনি ট্রেনিং SMS প্রাপ্ত হবার পরের দিন থেকে অনধিক ১ সপ্তাহ সময় পাবেন। অর্থাৎ আপনি যেদিন থেকে ট্রেনিং ভিডিও দেখে আর্টিকেল লিখা শিখতে শুরু করবেন সেই দিন থেকে এক সপ্তাহের মধ্যে টেস্ট ওয়ার্ক জমা দিতে হবে।
  4. টেস্ট ওয়ার্ক এর জন্য যে দুটি পোস্ট লিখা শুরু করবেন বা যে দুটি পোস্ট আপনি পরীক্ষামূলকভাবে জমা দিবেন, সেই টেস্ট ওয়ার্ক গুলো যেদিন লিখা শুরু করবেন সেদিন ফেসবুক পেজে বা আইডিতে অথবা Whatsapp এ "Working"এই এসএমএসটি  লিখতে হবে।
  5. ওয়েবসাইটে পোস্ট লিখে জমা দেওয়ার পর Present Tech IT এই ফেসবুক পেজে বা আইডিতে অথবা Whatsapp এ ইংরেজিতে "[job_id] Two posts are submitted for review" লিখে ম্যাসেজ পাঠাতে হবে।
  6. আপনি SMS পাঠানোর ৭২ ঘণ্টার মধ্যে Present Tech IT এর টিম চুড়ান্ত জব কনফার্মেশনের ব্যাপারে আপনার সাথে যোগাযোগ করবে।
  7. পরীক্ষামূলক পোস্টের ক্ষেত্রে কোনো বেতন প্রযোজ্য হবে না।
  8. কেবল মাত্র সফলভাবে পরীক্ষামূলক পোস্ট জমাদানকারীরাই চুড়ান্ত নিয়োগ পাবেন।
  9. এক বা একাধিক নীতিমালা ভঙ্গ করে পোস্ট জমা দিলে কিংবা নির্দিষ্ট সময়ের মধ্যে টেস্ট ওয়ার্ক জমা দেয়া পূর্বক SMS করতে ব্যর্থ হলে চুড়ান্ত জব নিয়োগ পাবার ক্ষেত্রে আপনি স্বয়ংক্রিয়ভাবে অযোগ্য বলে বিবেচিত হবেন।
  10. জমাকৃত টেস্ট ওয়ার্কে কোনো অসংঙ্গতি বা ত্রুটি বা ভুল থাকলে আরো এক বা একাধিক পোস্ট টেস্ট ওয়ার্কে অ্যাসাইন করা হতে পারে।
  11. ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী আর্টিকেল না লিখলে এবং আর্টিকেলের মধ্যে অনাকাঙ্ক্ষিত কিছু ত্রুটি পাওয়া গেলে আবার টেস্ট ওয়ার্ক লিখতে দেওয়া হবে।

০৫। চুড়ান্ত নিয়োগের পরে (জেনারেল রাইটার টিম)

  1. প্রতিদিন সর্বনিম্ন ১টি আর্টিকেল জমা দিতে হবে।
  2. প্রতি মাস শেষে পোস্ট লিখার পর সম্মানি দেয়া হবে। অর্থাৎ ৩০দিন হিসেবে।
  3. প্রতিবার বেতন দেওয়ার পূর্বে Present Tech IT টিম আপনাকে কল করে জিজ্ঞাসা করবে যে, আপনি কোন মাধ্যমে বেতন নিতে চান।
  4. প্রতিদিন সর্বনিম্ন ১টি আর্টিকেল জমা দিতে হবে। সম্পূর্ণ টার্গেট পোস্ট জমা দিতে ব্যর্থ হলে কিংবা এক বা একাধিক নীতিমালা ভঙ্গ করে পোস্ট জমা দিলে জবের বেতন পাবার ক্ষেত্রে আপনি অযোগ্য হবেন, একই সাথে আপনার জবটি স্বয়ংক্রিয়ভাবে ক্যান্সেল হয়ে যেতে পারে।
  5. জেনারেল রাইটার টিমে সুযোগ পাওয়ার পর একটানা ৩০ দিনের মধ্যে কোনো পোস্ট জমা দিতে না পারলে জব ক্যান্সেল হয়ে যাবে।

০৬। জেনারেল রাইটার টিম(Admin Work)

  1. এই অংশটি শুধুমাত্র অ্যাডমিন নিয়ন্ত্রণ করবেন।
  2. ব্লগ রাইটাররা শুধুমাত্র মন্তব্য করার সুযোগ পাবেন এখানে।
  3. অ্যাডমিন কর্তৃক সমস্ত টাস্ক রাইটারদের এই অংশে ডিসট্রিবিউট করতে হবে।
  4. যে টাস্কে অ্যাডমিন কাউকে ট্যাগ ও ডিউ ডেট দিয়ে অ্যাসাইন করে দিয়েছে, তাকে (বিশেষ কারণ ছাড়া) উক্ত তারিখের মধ্যে পোস্ট কমপ্লিট করা বাধ্যতামূলক।
  5. টাস্ক অ্যাসাইন করার পূর্বে সকল পোস্ট শিরোনাম গুলিকে এই অংশে সংরক্ষিত রাখা হয়।
  6. যে টাস্কগুলো কাউকে অ্যাসাইন করা হয় নি, ঐ টাস্কগুলোর মধ্য থেকে আপনি যে টাস্কটি সম্পন্ন করতে ইচ্ছুক সেসব টাস্কের পাশে বা ফেসবুক পেজে বা আইডিতে অথবা Whatsapp এ মন্তব্য করুন “Assign to me.” তাহলে উক্ত টাস্ক বা টাস্কগুলো অ্যাডমিন আপনাকে অ্যাসাইন করে দিয়ে দিবে।
  7. আপনি বর্তমানে যে টাস্কটি নিয়ে কাজ শুরু করেছেন বা করবেন, সেই টাস্কটি শুরু করার পূর্বে ফেসবুক পেজে বা আইডিতে অথবা Whatsapp এ এসএমএস করুন “working”
  8. আপনার পোস্টটি রিভিউরের জন্য সাবমিট করার পর ফেসবুক পেজে বা আইডিতে অথবা Whatsapp এ এসএমএস করুন “submitted.”

০৭। বিশেষ দ্রষ্টব্য

নির্দিষ্ট কারণের প্রেক্ষিতে যে কোনো সময় পোস্ট সংক্রান্ত জব নীতিমালা পরিবর্তিত, পরিবর্ধিত, পরিমার্জিত হতে পারে। উপরোক্ত নীতিমালা ভঙ্গ ও নির্দিষ্ট কারণের প্রেক্ষিতে যে কোনো সময় Present Tech IT অ্যাডমিন প্যানেল যে কোনো ব্যক্তির জবের বেতন পরিবর্তন ও জবে অযোগ্য ঘোষণা করার ক্ষমতা রাখে।

আর্টিকেল লেখার নিয়ম এবং ওপরের সকল নিয়ম ভঙ্গ করলে জব ক্যান্সেল হওয়ার সম্ভাবনা বেশি। তাই আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আপনারা ভুলেও এই নিয়মগুলি ভঙ্গ করবেন না । সকল সিদ্ধান্তের ক্ষেত্রে Present Tech IT অ্যাডমিন প্যানেলের সিদ্ধান্তই চুড়ান্ত বলে বিবেচিত হবে।

আদেশক্রমেঃ
Present Tech IT
ওয়েবসাইটের এডমিন,
Mahamudul Hasan Jihad

“ Present Tech IT” that means, It's not just 3 words, it's a brand Name..............................!!!

এখনই নতুন আর্টিকেল লিখুন

বিশেষ দ্রষ্টব্যঃ যাদের কে এখন পর্যন্ত ড্যাশবোর্ডে অ্যাক্সেস দেওয়া হয়নি, এবং আর্টিকেল লেখার অনুমতি দেওয়া হয়নি। তারা এই বাটনে ক্লিক করা শর্তেও, আর্টিকেল লিখতে পারবেন না এবং রিডাইরেক্ট হয়ে হোমপেজে চলে যাবেন। তাই যাদেরকে এখন পর্যন্ত ড্যাশবোর্ডে অ্যাক্সেস দেওয়া হয়নি তারা এই বাটনে ক্লিক করবেন না।


ব্লগ পোস্ট বা আর্টিকেল কত ওয়ার্ডের লিখেছেন দেখতে ক্লিক করুন

আপনার আর্টিকেল অন্য ওয়েবসাইট থেকে কপি কিনা সেটা চেক করুন

বিশেষ দ্রষ্টব্যঃ এখানে শুধুমাত্র ১০০০ ওয়ার্ড পর্যন্ত চেক করা যাবে। যদি আপনার আর্টিকেলটি ১০০০ ওয়ার্ডের বেশি হয় তাহলে চেক করা যাবে না। যেহেতু আপনি ২৪০০ থেকে ২৫০০ ওয়ার্ডের আর্টিকেল লিখবেন তাই তিন বারে আপনি চেক করবেন। অর্থাৎ তিনবার ভাগ ভাগ করে চেক করবেন। প্রত্যেকবার ৮০০ ওয়ার্ড। আশা করি বুঝতে পেরেছেন।

প্রয়োজনীয় ফাইল এবং সফটওয়্যার সমূহ এর তালিকা

মোবাইলের ফিচার ইমেজ সফটওয়্যার
----------------------------------------------------
মোবাইল ফিচার ইমেজ স্টাইল
----------------------------------------------------
ফিচার ইমেজে পাঠ্য লিখার স্টাইল
----------------------------------------------------
ল্যাপটপ ফিচার ইমেজ স্টাইল
----------------------------------------------------
ল্যাপটপের ফিচার ইমেজ সফটওয়্যার
বিশেষ দ্রষ্টব্যঃ যেহেতু এই সফটওয়্যারটি অনেক বড়, সেহেতু সবার ল্যাপটপে বা কম্পিউটারে এটা ইনস্টল করার দরকার নাই। শুধুমাত্র যাদের ল্যাপটপ বা কম্পিউটার Core i5 9th generation এবং সর্বনিম্ন RAM 8gb, ROM (storage) 256gb বা এর চাইতেও ভালো কনফিগার যুক্ত ল্যাপটপ যদি আপনার কাছে থাকে তাহলে, শুধুমাত্র তারাই ইনস্টল করতে পারেন। আর যাদের ল্যাপটপ বা কম্পিউটারের কনফিগার এরকম নয় তারা ভুলেও ইনস্টল করবেন না। আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে এবং উপরের ফাইল ও মোবাইল সফটওয়্যার গুলো ব্যবহার করে ফিচার ইমেজ বানিয়ে নিতে পারবেন।
----------------------------------------------------
ল্যাপটপ ও মোবাইল ফোনের জন্য ভয়েস টাইপিং সফটওয়্যার বা অ্যাপ

কে আপনাদেরকে ট্রেনিং দেবে?

মাহামুদুল হাসান জিহাদ আপনাকে এই সকল ট্রেনিং প্রদান করবে। মাহামুদুল হাসান জিহাদ একজন Professional Digital Marketer, SEO Expert, And Website Developer. তার সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নিচের বাটনটিতে ক্লিক করুন।

আর্টিকেল রাইটিং করে ইনকাম করতে যোগাযোগ করুন