Mahamudul Hasan Jihad

Mahamudul Hasan Jihad কে? মাহামুদুল হাসান জিহাদ এর পরিচয় কি?

আমার নাম মাহামুদুল হাসান জিহাদ। আমি বাংলাদেশের নাগরিক। আমি একজন প্রফেশনাল ওয়েব ডেভলপার, SEO এক্সপার্ট এবং ডিজিটাল মার্কেটার। আমি ডিজিটাল মার্কেটিং করার পাশাপাশি অন্যান্য মার্কেটিংও করে থাকি।

যেমনঃ ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং ও CPA মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং (SMM) ও ইনফ্লুয়েন্সার মার্কেটিং, গুগল এডভার্টাইজমেন্ট, ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশন, ড্রপ শিপিং ও কুপন বিজনেস, ডিজিটাল অ্যাড এজেন্সি তৈরি করা, এবং লোকাল জব মার্কেট টার্গেটিং ইত্যাদি।

আমি বিগত দুই বছর ধরে Web Development, SEO এবং Digital Marketing নিয়ে কাজ করতেছি। তাই, আমাকে একজন প্রফেশনাল ওয়েব ডেভলপার, SEO এক্সপার্ট এবং ডিজিটাল মার্কেটার বলা যায়।

বর্তমানে আমি "Present Tech IT" এজেন্সির মালিক। এই সকল বিষয় ছাড়াও আমি আরো যে সকল বিষয়ে দক্ষ এবং অভিজ্ঞ (Skilled and  Experienced), তার তালিকা নিচে দেওয়া হলঃ

Photo Editing
Adobe Photoshop Expert
Adobe illustrator Expert
Thumbnail Designing
Video Editing
Microsoft Word
Microsoft PowerPoint
Microsoft Excel etc.

আমার প্রধান যে ইচ্ছা সেটি হচ্ছে নিজের একটি ওয়েব ডেভেলপমেন্ট, সাইবার সিকিউরিটি এবং ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রদানকারী কোম্পানি খোলা। যেখানে, মানুষদের প্রশিক্ষণ দেওয়া হবে এবং ফরেন কান্ট্রি থেকে কাজ নিয়ে কর্মীদের দেওয়া হবে।

এর ফলে বাংলাদেশের বেকারত্ব কমবে। এর পাশাপাশি আমি একজন সফল উদ্যোক্তা হতে এবং অন্যান্য কর্মসংস্থান গড়ে তুলতে চাই। এই সবগুলোই "Present Tech IT" ওয়েবসাইটের এডমিন অর্থাৎ আমার ইচ্ছে। উপরোক্ত এই কাজগুলো করার জন্য ধৈর্য এবং সামর্থ্য প্রয়োজন।

আপনারা সকলেই মহান আল্লাহর নিকট "Present Tech IT" ওয়েবসাইটের এডমিন তথা আমি মাহামুদুল হাসান জিহাদ এর জন্য দোয়া করবেন। আপনাদের সকলের কাছে আমি দোয়া প্রার্থী।

আমি যেন আমার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারি এবং মহান আল্লাহ তায়ালা যেন আমাকে আমার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দেন। আমরা সকলেই বলি আমিন। কারণ মহান আল্লাহ তায়ালার সাহায্য ছাড়া কোন কিছুই করা সম্ভব নয়। মহান আল্লাহ তায়ালা এক ও অদ্বিতীয়, তিনি বিশ্ব জাহানের মালিক।

আপনাদের কাছে আমার একটাই চাওয়া, সেটি হল আপনারা সকলেই দোয়া করার পাশাপাশি ব্যক্তিগতভাবে আমাকে সাপোর্ট করবেন। যাতে আপনাদের সাপোর্ট পেয়ে উৎসাহিত হয়ে মহান আল্লাহ তায়ালার ইচ্ছায় সামনের দিকে এগিয়ে যেতে পারি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

𝑷𝒓𝒆𝒔𝒆𝒏𝒕 𝑻𝒆𝒄𝒉 𝑰𝑻 এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url